প্রতিনিধি :- ৭নভেম্বর রবিবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় জানিয়েছে,৮নভেম্বর সোমবারের বদলে আগামী ৯নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ-সিশেলস ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের প্রভাব পড়েছে বাংলাদেশের বাকি দুই ম্যাচের সূচিতেও। ১১ ও ১৪ নভেম্বরের ম্যাচগুলো নতুন সূচিতে হবে ১২ ও ১৫ নভেম্বরে।
সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার ৮নভেম্বর চার জাতি টুর্নামেন্ট শুরু করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু শ্রীলঙ্কায় অতিবৃষ্টির কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। ৮নভেম্বর সোমবারের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিশেলস ম্যাচটি।
আগামী ১২ নভেম্বর মালদ্বীপ এবং ১৫ নভেম্বর প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির আয়োজক স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে মারিও লেমোসের দল। ম্যাচ পিছিয়ে যাওয়ায় ফুটবলাররা ৮ নভেম্বর সোমবার অনুশীলন করবে বলে জানিয়েছে বাফুফে। এই টুর্নামেন্টেও যথারীতি ‘ভালো কিছু’ করার প্রত্যাশা নিয়ে শ্রীলঙ্কা গেছে জামাল ভূঁইয়ার দল।
Leave a Reply