মাটি ও মানুষ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ১৩০ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। সোমবার ২৪জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে সাকিবের দল।
এরপর ৩৭ রানের জুটি গড়েন সাকিব ও গেইল। ২৩ রান করে সাকিব ফিরেন, আর গেইল থামেন ৩৬ রানে।
ডোয়াইন ব্রাভোর ২৬ বলে অপরাজিত ৩৩ রানের সুবাদে ২০ ওভার শেষে ১২৯ রান সংগ্রহ করে বরিশাল। ঢাকার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও আইসুরু উদানা। একটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন, শুভাগত হোম, হাসান মুরাদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
Leave a Reply