বিল্লাল হোসেন প্রান্ত ॥
আজ চৈত্র সংক্রান্তি। ১৪২৪ বঙ্গাব্দের শেষ দিন। বাংলা বছরের শেষ দিন হওয়ায় চৈত্র মাসের এ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। আর এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বরীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।
শক্রবার জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃতি, দলীয় ও একক সঙ্গীতে ব্রক্ষপুত্র পাড়ে বৈশাখী উৎসবের সাজ সজ্জাকে পূর্ণতা দিয়েছে। বিশেষ করে শিশুতির্থ ও আনন্দধ্বনি বিদ্যালয় এর পরিবেশীত দলীয় সঙ্গীত ‘যাবনা যাবনা ঘরে, বাহির করেছে পাগল করে’ গানটি স্্েরাতাদের দিয়েছে বৈশাখী উন্মাদনা।
জয়িতা বনিক এর কন্ঠে ‘জনমও জনমও গেল আশা পথ চাহি’ একক রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের পর আর কোন গানই যেন হৃদয় স্পর্শ করতে পারেনি।
বিকাল ৪ টা থেকে ৬টা পর্যন্ত চলে অনুষ্ঠানটি। এরপর বিদায়ী সূর্যের কাছে নতুন বাংলা বর্ষ ১৪২৫ কে আহবান জানিয়ে গেয়ে উঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’। ১৪২৫ বর্ষকে বরণ করে নেয়া হয়।
জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে কাল এ আহবান জানাবে বাঙালি।
তেমনি পুরনো বছরকে বিদায় আর নতুনকে বরণ করে নিতে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান।
Leave a Reply