বিল্লাল হোসেন প্রান্ত ॥
কাল ময়মনসিংহ মাতাবে মেগা কনসার্ট শেকড়ের সন্ধানে। তিন ব্যাপী মাইকিং, পোষ্টারিং, বিজ্ঞাপনের মাধ্যমে জানান দেয়া হয়েছে আগামীকাল হতে যাচ্ছে সেই প্রতিক্ষিত মেগা কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় শহরে ‘শেকড়ের সন্ধানে মেগা কনসার্টের শেষ বিভাগ ময়মনসিংহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রায় অদম্য বাংলাদেশের এগিয়ে যাওয়া ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালী সংস্কৃতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এ কনসার্টটি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে উন্মুক্ত এ কনসার্টটি শুরু হবে বিকেল ৪ টা ৩০ মিনিট থেকে।
যদিও অনুষ্ঠানি গত ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবসত তা পরিবর্তন করে আগামীকাল ৮ নভেম্বর হতে যাচ্ছে। এর আগে দেশের ৭ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে শেকড়ের সন্ধানে কনসার্ট।
কাল ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পারফর্ম করবে দেশ বরেণ্য এলআরবি ব্যান্ড,কুদ্দুস বয়াতি, চিস্তি বাউল, ঐশি, রিংকু, জানে আলম, রেশমি, পুলক, শামীমসহ ২৩ জন প্রখ্যাত কন্ঠ শিল্পী।
Leave a Reply