বিল্লাল হোসেন প্রান্তঃ
একজন মানসিক ভারসাম্যহীন নারী সন্ধান চাই। হয়তো সে মানসিক ভারসাম্যহীন তবুও তার প্রিয়জনরা তাকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে খুজে ফিরছেন দিনরাত। আমাদের সচেতন চোখ হয়তো ফিরিয়ে দিতে পারে কারও স্ত্রী, বোন, সন্তানদের প্রিয়জনকে।
ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার মৃত আলতাফ হোসেনের মেয়ে সালমা আক্তার রিতু (৪২) গত ৭ দিন যাবৎ নিখোজ। সে মানসিক ভারসাম্যহীন নারী।
গত ২৮ জুলাই সকাল ৮ টার পর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে পাচ্ছে না ।
যোগাযোগের ঠিকানাঃ
মুজাটি( দঃপাড়া) মসজিদ সংলগ্ন,মুক্তাগাছা ,ময়মনসিংহ ।কোথাও দেখলে সন্ধান দিন -01756941726
Leave a Reply