শরাফত আলী শান্ত: ৪র্থ ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০ পেয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়। গতকাল ১২ ডিসেম্বর ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস’২০২০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর নিকট থেকে ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান এ পুরস্কার গ্রহণ করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয়ভাবে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। করোনাকলীন সময়ে ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে অগ্রনী ভূমিকা পালন করায় সরকারি পর্যায়ে কারিগরি খাতে প্রতিষ্ঠান শ্রেণিতে এই পুরস্কার পেয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য মানদÐের ভিত্তিতে কর্মচারিদের কাজের মূল্যায়ন, অনলাইন কর্মচারিদের পৃথক আইডি তৈরির মাধ্যমে প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ, কর্ম পরিবেশ উন্নয়নপূর্বক মানসম্মত কাজের মূল্যায়ন করার মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিতকরণ, দূর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি, প্রাতিষ্ঠানিক সক্ষমতাবৃদ্ধিসহ দ্রæততম সময়ে কাঙ্খিত মানের সেবা প্রদান ও পেপারলেস অফিস গড়ার প্রত্যয়ে ই-ফাইল (নথি) সিস্টেম, ই-নামজারী, ই-পর্চা প্রদানে জেলা প্রশাসনের কার্যালয় লাইভ কাজের অগ্রগতির কারণে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় এই পুরস্কারে ভূষিত হয়েছে।
Leave a Reply